গত ২৫ আগস্ট বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় জায়েদ খানকে আসামি করা হয়।
এদিকে কাঁধে মামলা ও দেশের বর্তমান পরিস্থিতিতে দেশে আসতে চান না জায়েদ খান, এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে। তবে দেশে ফেরা নিয়ে নানা গুঞ্জনের বিষয়টি তুলতেই এক সংবাদমাধ্যমকে জায়েদ খান বলেন, ‘মানুষ তো কত কথাই বলে। বলুক।’
দেশের বাইরে কেমন কাটছে জানতে চাইলে জায়েদ বলেন, ‘ভালো আছি। ওয়েদারটা এনজয় করছি। শো আছে।’ তবে শিগগিরই দেশে ফিরবেন বলে আশ্বাস দিয়েছেন জায়েদ খান। জানান, তাড়াতাড়িই ফিরবেন তিনি।
দেশের বাইরে এই মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন জায়েদ খান। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি শিল্পীদের সঙ্গে ছবি প্রকাশের পাশাপাশি বিভিন্ন শোয়ে পারফর্মের ছবি ও ভিডিও প্রকাশ করেন তিনি। যা দেখে বোঝা যাচ্ছে, বিদেশের মাটিতে সময়টা বেশ ভাল কাটছে অভিনেতার।