- Advertisement -
তবে অ্যাকশন সিনেমায় না গিয়ে সেটা আশীর্বাদই হয়েছে টিমোথির জন্য। ডুনের মতো সিনেমা পেয়েছেন তিনি। এছাড়া উইলি ওঙ্কার চরিত্রে অভিনয়ের পর তাকে তুলনা করা হচ্ছে জনি ডেপের সঙ্গে। বব ডিলানের বায়োপিক করছেন তিনি। হাতে রয়েছে বিগ বাজেটের চলচ্চিত্র। বলতে গেলে এখন বড়মাপের চরিত্রের জন্য নির্মাতাদের পছন্দের তালিকায় এ অভিনেতা।