ষ্টাফ রিপোর্টার/- বৃহস্পতিবার মধ্যরাতে জাতিসংঘের ভাড়া করা বিমানযোগে মালির রাজধানী বামাকোর উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন বাংলাদেশ পুলিশের ১১০ সদস্যের একটি দল ।জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর মালি মিশনে ব্যানএফপিইউ-২ কন্টিনজেন্ট প্রতিস্থাপন করছে বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষীরা। সেখানে যোগ দিতে ঢাকা ত্যাগ করেছেন তারা।
বিষয়টি নিশ্চিত করে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা জানান, অতিরিক্ত আইজিপি (এইচআরএম) বিশ্বাস আফজাল হোসেন, ডিআইজি (এইচআর) এস এম রুহুল আমিন এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ইউএন অ্যাফেয়ার্স উইংয়ের কর্মকর্তাগণ মিশনগামী পুলিশ সদস্যদের বিমানবন্দরে বিদায় জানান।
উল্লেখ্য, ১৯৮৯ সালে নামিবিয়া মিশনের মধ্য দিয়ে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের পদযাত্রা সূচিত হয়।
গত ২০১৩ সাল থেকে মালির বামাকোতে বাংলাদেশ পুলিশের সদস্যগণ অত্যন্ত সাহসিকতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন।