লক্ষ্মীপুর প্রতিনিধি ॥ লক্ষ্মীপুরে সদর উপজেলার আবিরনগর গ্রামে নুড়ী গাছতলা এলাকায় পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে নাম ফলক উন্মোচন করে ৪০ শয্যা বিশিষ্ট্য সোপিরেট হাসপাতালের উদ্বোধন করেছেন, পিকেএসএফ এর ব্যবস্থাপনা পরিচালক সাবেক সিনিয়র সচিব ড. নমিতা হালদার এনডিসি।
প্রধানমন্ত্রীর ঘোষিত দেশের প্রতিটি অঞ্চলে সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষে সম্পূর্ণ বেসরকারী উদ্যোগে সোমবার অপরাহ্নে সোপিরেট এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপক ড. এম মোসলেহ্ উদ্দিন এর সভাপতিত্বে উদ্বোধানী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ, পিকেএসএফ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. তাপস কুমার বিশ্বাস, উপ-ব্যবস্থাপনা পরিচালক ডা. খালেদা খানম প্রমূখ। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। এতে স্বাগত বক্তব্য প্রদান, করেন সোপিরেট এর সহকারী কো-অর্ডিনেটর (অর্থ, প্রশাসন ও আইটি) মো.শরীফ হোসেন। অনুষ্ঠান শেষে দেশ জাতি সকলের উন্নতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।উদ্বোধনী দিনে প্রায় ৫০০ রোগীকে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে ছয়তলা বিশিষ্ট এ হাসপাতালে গরীব মানুষের জন্য স্বল্প খরচে প্রান্তিক জনগোষ্ঠি মা ও শিশুসহ সারা বছর ২৪ ঘন্টায় স্বাস্থ্যসেবা পাবে বলে সংশ্লিষ্টরা জানান।