রেমিটেন্সযোদ্ধার স্বপ্নভঙ্গের গল্পের সিনেমা ‘আনপ্লাগড’

0
বিনোদন ডেস্কঃ একজন রেমিটেন্সযোদ্ধার স্বপ্নভঙ্গের গল্প ও অজানা ভবিষ্যৎ নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমা ‘আনপ্লাগড’; নির্মাণ করছেন শেখ আল মামুন। কোরিয়ান ফিল্ম কাউন্সিলের সহযোগিতায় সিনেমাটি নির্মিত হচ্ছে বলে গ্লিটজকে জানিয়েছেন এ সিনেমার সহ-প্রযোজক সাইফুল জার্নাল।তিনি বলেন, “কোরিয়ান ফিল্ম কাউন্সিল থেকে এই সিনেমাটির চিত্রনাট্য ‘ইন্ডিপেডেন্ট আর্ট ফিল্ম প্রোডাকশন’ ক্যাটাগিরতে অ্যাওয়ার্ড পেয়েছে। তাদের অর্থায়নেই সিনেমাটি নির্মিত হচ্ছে। ইতোমধ্যে সিনেমাটির ৪০ শতাংশ কাজ শেষ হয়েছে। অক্টোবরের মধ্যে পুরো কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।” সিনেমাটি বিভিন্ন আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসবেও অংশ নেবে বলে জানান সাইফুল জার্নাল।’আনপ্লাগড’ শেখ আল মামুনের প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র। এর আগে এই নির্মাতা শ্রমিকদের জীবনের গল্প নিয়ে পাঁচটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন। এছাড়া মুক্তিযুদ্ধে নারীদের অংশগ্রহণ ও তাদের ওপর অত্যাচারের ঘটনা নিয়ে তিনি ‘হোয়াই নট’ নামে একটি প্রামান্যচিত্রও নির্মাণ করেন। সিনেমাটি মুক্তিযুদ্ধ জাদুঘরের চলচ্চিত্র উৎসবে সেরা প্রামাণ্যচিত্রের পুরস্কার পায়।‘আনপ্লাগড’ প্রযোজনা করছে ‘প্লাস ফিল্মস (কোরিয়া)’, সহ-প্রযোজনা আছে ‘জলজ মুভি (বাংলাদেশ)’। কোরিয়ার মাসক শহরে এ সিনেমার শুটিং হচ্ছে।

- Advertisement -

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.