ষ্টাফ রিপোর্টার : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বর্তমান ছাত্র-জনতার অভ্যুত্থানে ফরাসি বিপ্লবের সাম্য, মৈত্রী ও স্বাধীনতার প্রতিধ্বনি প্রতিফলিত হচ্ছে।
শুক্রবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং শহীদদের আত্মার শান্তি কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজীব আহসান সঞ্চালনার দায়িত্বে ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হাবিবুন্নবী খান সোহেল।
রিজভী আহমেদ বলেন, “পৃথিবীর কোনো স্বৈরশাসক জনগণের বিপক্ষে দাঁড়িয়ে ক্ষমতায় থাকতে পারেনি। শেখ হাসিনার বর্তমান অবস্থা তেমনই। আওয়ামী লীগের নেতাদের উচিত একযোগে দল ত্যাগ করা।”