সীতাকুণ্ড প্রতিনিধি সীতাকুণ্ডে সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় রাসায়ানিক থাকা আরও চারটি কনটেইনার শনাক্ত করেছে সেনাবাহিনী।সোমবার (৬ জুন) দুপুর সোয়া ১২টায় বিএম ডিপোর গেইটে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে এ তথ্য জানান ২৪ বিগ্রেড ১৮ বি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আরিফুল ইসলাম হিমেল।
আরিফুল ইসলাম হিমেল বলেন, ডিপোতে থাকা ৪টি কন্টেইনারে রাসায়নিক পদার্থ থাকার বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। এই কনটেইনারগুলো ফায়ার সার্ভিসের সদস্যরা বিশেষ পদ্ধতিতে অপসারণ করার চেষ্টা করছে। তাছাড়া ডিপোর ভিতরে এখনো কালো ধোঁয়া থাকায় সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে কাজ করে যাচ্ছে।সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো তদন্ত কমিটি করা হবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আমরা উদ্ধার কাজ করতে এসেছি। আমাদের পক্ষ থেকে কোনো তদন্ত কমিটি হবেনা।