খেলাধুলা ডেস্কঃ বার্সেলোনার ব্রাজিলীয় উইঙ্গার রাফিনিয়া বর্তমান কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে দুর্দান্ত ছন্দে আছেন। লা লিগায় ইতোমধ্যে ৫ গোল করে ফেলেছেন। লেভানডভস্কি ও ইয়ামালের সাথে দারুণ জুটি গড়েছেন। এবার নিজের শিষ্যের প্রশংসায় মেতেছেন বার্সা কোচ ফ্লিক।রাফিনিয়ার প্রশংসা করে ফ্লিক বলেন, ‘বার্সায় আসার পর প্রথম দিন থেকে আমি তাকে দেখছি, দেখছি একটা খেলোয়াড় কিভাবে ক্লাবের জন্য নিজেকে উজাড় করে দেয়। আমি তার অবদানে খুব খুশি।’লা লিগায় ছয় ম্যাচ খেলে রাফিনিয়া ৫ গোল করেছেন। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও দুটি গোল।এর মধ্যে রিয়াল ভায়োদলিদের বিপক্ষে করেছেন হ্যাটট্রিক। গতরাতে ভিলারিয়ালের বিপক্ষেও করেছেন জোড়া গোল।২০২২/২০২৩ মৌসুমে বার্সেলোনায় যোগ দেওয়ার পর থেকে ৯৪ ম্যাচ খেলে ২৫ গোল করেছেন রাফিনিয়া। এসিস্টও করেছেন সমান ২৫ টি।