বিশেষ প্রতিনিধি রাজধানীর যাত্রাবাড়ীতে বাবার হাতে ছেলে হত্যার ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডের শিকার ছেলের নাম আশরাফুল (২০)। এ ঘটনায় আশরাফুলের বাবা মো. আতাউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল সোমবার (২৬ সেপ্টেম্বর) ভোরে ঘটনাটি ঘটে।সংবাদ পেয়ে যাত্রাবাড়ী থানার পুলিশ আশরাফুলের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য গতকাল সন্ধ্যায় ঢামেক মর্গে পাঠায় এবং আতাউর রহমানকে গ্রেপ্তার করে।ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, নিহতের বাবা আতাউরকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ছেলেকে শ্বাসরোধে হত্যা করেছেন তিনি।তিনি আরো বলেন, পারিবারিক কলহ থেকে ছেলেকে ডেকে এনে হত্যা করেছেন আতাউর। এ ঘটনায় নিহতের মামা মাহবুব সিকদার বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন।নিহতের মামা মহসিন জানিয়েছেন, নিহত আশরাফুলরা দুই ভাই ও দুই বোন। ছোট ছেলেকে নিয়ে যাত্রাবাড়ী থানার কোনাপাড়া এলাকায় থাকতেন তার বাবা। নিহতের মা হ্যাপি আক্তার থাকতেন গ্রামের বাড়ি।আজ মঙ্গলবার দুপুরে ময়নাতদন্তের পর মহসিন আশরাফুলের মরদেহটি নিয়ে যান।