- Advertisement -
ছিনতাইয়ের এই দুই ধরন কিছুটা নতুন। আগে চলন্ত রাস্তায় বাস কিংবা অন্য যানবাহনে চলাচলের সময় মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটতো। কিন্তু এখন ফুটপাত, ফ্লাইওভারও কিছুটা অনিরাপদ হয়ে উঠেছে।
বিষয়টি নিয়ে কয়েকজন ট্র্যাফিক পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, ছিনতাইয়ের ধরণ বদলিয়েছে অপরাধীরা। এখন দুই থেকে তিনজন ফুটপাত বা ফ্লাইওভারগুলোতে বসে থাকে। তাদের পোশাক দেখে ছিনতাইকারী মনে হয় না। কিন্তু তারাই অপরাধ ঘটাচ্ছে। এক্ষেত্রে ফুটপাত বা ফ্লাইওভারে লোক না থাকলে একাকী না যাওয়াই ভালো। সন্দেহ মনে হলে ফুটপাত এড়িয়ে চলা। মোটরসাইকেল চালকদের ক্ষেত্রে হেলমেট ভালোভাবে পরা। যাতে ছিনতাইকারীরা চোখে কিছু দিতে না পারে। এসব অপরাধীকে সামাজিকভাবে প্রতিহত করতে হবে বলেও জানিয়েছেন তারা।