রাচিনের সেঞ্চুরিতে বাড়ির টিকিট কাটল বাংলাদেশ

0
ক্রীড়া ডেস্কঃ কথায় আছে- যত গর্জে তত বর্ষে না। বাংলাদেশ দলও এই প্রবাদের মতোই। চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে যাওয়ার আগে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন চ্যাম্পিয়ন হতেই যাচ্ছেন তারা।কিন্তু টুর্নামেন্ট শুরু হতেই ভিন্ন চিত্র দেখা গেল।বরাবর যা করে আসছে এবারও তারই ধারাবাহিকতা রেখেছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন তো দূরের কথা সেমিফাইনালে ওঠার নূন্যতম সমীকরণও নিজেদের পক্ষে আনতে পারেননি শান্তরা। রাওয়ালপিন্ডিতে রাচিন রবীন্দ্রর সেঞ্চুরিতে নিউজিল্যান্ড ৫ উইকেটের জয় পেলে বাড়ির টিকিট কাটে বাংলাদেশ। অবশ্য তাদের সঙ্গী হয়েছে স্বাগতিক পাকিস্তানও।

- Advertisement -

২৩ বল হাতে রেখে পাওয়া জয়ে ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। তাদের সঙ্গী হয়েছে ভারত। টানা দুই ম্যাচে জয় পাওয়া দল দুটির মধ্যে কারা গ্রুপ সেরা হবে তা নিশ্চিত হবে নিজেদের মুখোমুখি হওয়া ম্যাচে।গ্রুপ সেরা হওয়ার ম্যাচটি হবে আগামী ২ মার্চ।
বাঁচা-মরার ম্যাচে বোলিং ইনিংসের শুরুটা অবশ্য ভালোই করেছিল বাংলাদেশ। প্রথম ওভার মেডেনসহ উইকেট তুলে নিয়ে দুর্দান্ত শুরু এনে দেন তাসকিন আহমেদ। দলীয় ১৫ রানে আরেকবার উদযাপনের উপলক্ষ্য এনে দেন আরেক পেসার নাহিদ রানা। কিন্তু এরপরের গল্প শুধুই হতাশার।
তবে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি রাচিন। তার বিদায়ে ১২৯ রানের অসাধারণ জুটি যায় ভেঙে। কিউইদের জয় যখন ৩৬ রান দূরে ঠিক তখনই ১১২ রানে আউট হন ২৫ বছর বয়সী ব্যাটার। ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরির ইনিংসটি সাজান ১২ চার ও ১ ছক্কায়।রাচিনের মতো জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি লাথামও। আজ ৫৫ রানের ইনিংস খেলেছেন পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করা উইকেটরক্ষক ব্যাটার। ১৪ রানের মধ্যে দুই সেট ব্যাটার ফিরলেও সহজ জয় পেতে অসুবিধা হয়নি নিউজিল্যান্ডের। জয়ের বাকি কাজটুকু সারেন গ্লেন ফিলিপস (২১) এবং মিচেল ব্রেসওয়েল (১১)।এর আগে টস হেরে শান্তর ফিফটিতে ৯ উইকেটে ২৩৬ রান করেছিল বাংলাদেশ। অধিনায়কের ৭৭ রানের বিপরীতে ৪৫ রান করেছিলেন জাকের আলি অনিক। বাংলাদেশের ব্যাটিং অর্ডার ধসিয়ে দিয়ে ২৬ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিং করেছেন ব্রেসওয়েল।

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.