খেলাধুলা ডেস্ক পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয়দিনের খেলা বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হয়েছে। বিনা উইকেটে ২৭ রান তুলে প্রথমদিন শেষ করা বাংলাদেশ আজ আবার ব্যাট করতে নেমেছে। তবে দিনের শুরুতেই প্রথম উইকেট হারিয়েছে বাংলাদেশ।দলীয় ৩১ রানের মাথায় নাসিম শাহর করা বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন জাকির হাসান। ৫৮ বল খেলে ১ চারে ১২ রান করেন তিনি।জাকির বলটি পয়েন্টে ঠেলে দিতে চেয়েছিলেন। কিন্তু ঠিকমতো হয়নি। বল তার ব্যাট ছুঁয়ে প্রথম স্লিপে যায়। সেখান থাকা বাবরের সামনে বামদিকে ঝাপিয়ে পড়ে এক হাতে ক্যাচটি তালুবন্দি করেন মোহাম্মদ রিজওয়ান।এর আগে ১১৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪৪৮ রান তুলে ইনিংস ছেড়ে দেয় পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান ১৭১ রানে অপরাজিত ছিলেন। এছাড়া সৌদ শাকিল ১৪১ রানের ইনিংস খেলেছিলেন।
Next Post