রাউজান প্রতিনিধি রাউজানের এক পরিবার তার একমাত্র উপার্জনক্ষম প্রবাসীকে হারিয়েছে। ওমান পুলিশ উজ্জল দাশ (৩৫) নামের রাউজানের এক প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। পরিবারের দাবি, বাংলাদেশি ফোরম্যান তাঁকে দেশে আসতে বাধা দেওয়ায় অভিমানে নিজের রুমে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। নিহত উজ্জল দাশ উপজেলার কদলপুর ইউনিয়নের দাশ পাড়ার মাদল দাশের ছেলে।
সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নিহতের স্ত্রী শিবু দাশ ও বোনের জামাই রামু দাশ। স্ত্রী শিবু দাশ বলেন, ‘রবিবার বেলা দেড়টার দিকে আমার সাথে উজ্জলের সর্বশেষ কথা হয়। এরপর বিকেল সাড়ে ৩টার দিকে ৩টার দিকে ফোনে এক আত্মীয়ের মাধ্যমে খবর পাই, উজ্জল ওমানের সোহান গেইট সাগর পাড় এলাকার নিজ বাসায় ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে।নিহতের বোনের জামাই রামু দাশ বলেন, ‘উজ্জল ওমানে টেইলার্সের দোকানে চাকরি করত। রবিবার সকালে দোকান খুলে বাংলাদেশি ফোরম্যান সীতাকুণ্ডের বিজনকে চা বানিয়ে খাওয়ান। দুপুরে ফোরম্যান দোকান থেকে বের হয়ে গেলে উজ্জল পুনরায় নিজ বাসায় গিয়ে দীর্ঘক্ষণ না ফিরলে দোকানের কাটার মাস্টার রাঙ্গুনিয়ার বিকাশ বাসায় গিয়ে দরজা বন্ধ দেখেন। এরপর জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন উজ্জল বাসার ভেতর সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে। পরে পুলিশ এসে বাসার দরজা ভেঙে উজ্জলের লাশ উদ্ধার করে। ‘পারিবারিক সূত্রে জানায়, উজ্জলের লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে। নিহত উজ্জ্বল ৬ বোনের এক ভাই (পরিবারের ৪ নম্বর সন্তান)। পরিবারের একমাত্র ছেলে সন্তান এবং উপার্জনক্ষম সন্তানও সে। তাকে অকালে হারিয়ে শোকে মুহ্যমান পরিবার ও প্রতিবেশীরা। পরিবারের সদস্যরা জানান, উজ্জ্বল ১ ছেলে ও ১ মেয়ের জনক ছিলেন।