নিজস্ব প্রতিবেদক বেগম রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীহ্’র অসাংগঠনিক কার্যক্রমের প্রতিবাদে সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন খন্দকার মনিরুজ্জামান টিটু। গতকাল বৃহস্পতিবার রওশন এরশাদ বরাবর লেখা পদত্যাগপত্রের মাধ্যমে গোলাম মসীহ্’র বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করেন টিটু। এতে মনিরুজ্জামান টিটু উল্লেখ করেন, ‘গত ২২ অগাস্ট ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণে বেগম রওশন এরশাদের সিদ্ধান্তের বিপক্ষে বক্তব্য দিয়ে এই গোলাম মসীহ্ গংরা প্রকাশ্যে অযোগ্য, অদক্ষ ও বিএনপি-জামায়াতের এজেন্ট জিএম কাদেরের পক্ষে অবস্থান নেন। এর মধ্য দিয়ে সারাদেশে বিরোধীদলীয় নেতার সম্মানহানি ঘটানো হয়।’ ‘এর আগে ২৪ জুন সরকারবিরোধী অবস্থান নিয়ে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের ডাকা বৈঠকে অংশ নেন গোলাম মসীহ্। যেখানে ছিলেন স্বাধীনতাবিরোধী শক্তির রাজনীতিকরাও।’ সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনের পর থেকে দেশজুড়ে নাম না জানা ব্যক্তিদের অন্তর্ভূক্ত করে, জেলা সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনের অভিযোগ করেন টিটু। তিনি বলেন, পরবর্তীতে যাদের অনেকেই খুঁজে পাওয়া যায়নি। সভা বা পরিচিত সভা অথবা কর্মিসভার ডাক দিয়ে অনেকে সটকে পড়েন। অনেকে ফোন করে অভিযোগ করেন, অনুমতি ছাড়া কেন তার নাম কমিটিতে রাখা হলো? পদত্যাগপত্রে অভিযোগ এনে খন্দকার মনিরুজ্জামান টিটু বলেন, ‘এভাবে চলতে থাকে গোলাম মসীহ্’র অসাংগঠনিক কার্যক্রম। সর্বশেষ বেগম রওশন এরশাদের সিদ্ধান্তকে অমান্য করে প্রকান্তরে গোলাম মসীহ্, জিএম কাদের পন্থীদের পক্ষে অবস্থান নেন।’ আর এসব কারণ দেখিয়ে বেগম রওশন এরশাদের নেতৃত্বের প্রতি আনুগ্যত প্রকাশ করে জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়কের পদ থেকে পদত্যাগ করেন খন্দকার মনিরুজ্জামান টিটু।