LastNews24.com
At last news on first everyday everytime

রংপুরে হটলাইনে ফোন পেয়ে কৃষকের ধান কেটে ঘরে তুললো কৃষকলীগ

0

নিজস্ব প্রতিবেদক রংপুর  কৃষকের ধান কাটতে সহযোগিতার জন্য হটলাইন সেবা চালু করেছে রংপুর মহানগর কৃষকলীগ। আর এই হটলাইনে ফোন পেয়ে এক কৃষকের এক একর জমির ধান কেটে ও মাড়াই করে ঘরে তুলে দিয়েছেন রংপুর মহানগর কৃষকলীগের নেতৃবৃন্দ। শনিবার নগরীর হাজিরহাট থানার কৃষক আমিনুর রহমানের ধান কাটা ও মাড়াইয়ের কাজ করেন তিনি। ধান কাটায় অংশগ্রহণ করেন মহানগর আওয়ামী লীগের সদস্য সাইফুল ইসলাম, মহানগর কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তুহিন সহ স্থানীয় ওয়ার্ড কৃষক লীগের নেতৃবৃন্দ। কৃষক আমিনুর রহমান বলেন, ‘ধান কাটার মৌসুম এলে শ্রমিক সংকট দেখা দেয়। আমার পাকা ধান কাটার জন্য শ্রমিক পাইনি। কৃষক লীগের নেতাদের সঙ্গে হটলাইনে যোগাযোগ করলে তারা আজ আমার একটি জমির ধান কেটে মাড়াই করে বাড়ি পৌঁছে দিয়েছেন। রংপুর মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তুহিন বলেন, রংপুর মহানগরী এলাকার মধ্যে শ্রমিক সংকট ও অর্থের অভাবে কোনো কৃষক ধান কাটা ও মাড়াই করতে পারছেন না, এমন সংবাদ পাওয়ামাত্রই মহানগর কৃষকলীগের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

Leave A Reply

Your email address will not be published.