এবারের আসরে সমর্থকরা বিজয়ী নির্বাচন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ফিফা ডট কম-এ এবার বিভিন্ন পুরস্কার ক্যাটাগরিতে ভোট দেওয়া গেছে।বেস্ট ফিফা মেনস প্লেয়ার, বেস্ট ফিফা উইমেনস প্লেয়ার, বেস্ট ফিফা মেনস কোচ, বেস্ট ফিফা উইমেনস কোচ, বেস্ট ফিফা মেনস গোলকিপার এবং বেস্ট ফিফা উইমেনস গোলকিপার পুরস্কারগুলোতে সমর্থকদের ভোট, জাতীয় দলের বর্তমান অধিনায়ক ও কোচ এবং মিডিয়া প্রতিনিধিদের ভোটের সমান মূল্যমান থাকবে।
এছাড়া পরিবর্তন আনা হয়েছে ‘ফিফা পুসকাস অ্যাওয়ার্ড’-এ।পুরুষদের ফুটবলে সেরা গোলের পুরস্কারটি যেকোনো চ্যাম্পিয়নশিপ বা ঘরোয়া ফুটবল থেকে নির্বাচিত হতে পারবে। নতুনভাবে ব্রাজিলিয়ান কিংবদন্তি মার্তার নামে দেওয়া হবে ‘ফিফা মার্তা অ্যাওয়ার্ড’। নারীদের সেরা গোলকে সম্মান জানাতে এ পুরস্কারটি দেওয়া হচ্ছে এবারে।
- Advertisement -