LastNews24
Online News Paper In Bangladesh

যাঁরা পেলেন চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড

0

বিনোদন ডেস্ক   তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড-২০২২’। শনিবার চ্যানেল আই চেতনা চত্বরে অনুষ্ঠিত হয় আইসিটি ডিভিশন প্রেজেন্টস চ্যানেল আই ডিজিটাল অ্যাওয়ার্ড ২০২২-এর আয়োজন। এবার ২০ ক্যাটাগরিতে এই সম্মাননা দেওয়া হয়েছে। নীল হুরে জাহানের উপস্থাপনায় জমকালো অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে ছিল কোনাল, লিজা, লুইপা, আতিয়া আনিসা, অপু, মেজবাহ বাপ্পীদের কণ্ঠে নতুন ও পুরোনো দিনের গান। দীঘি, সিনথিয়া ছাড়াও নৃত্যশিল্পীদের নৃত্য পরিবেশনা। ডিজিটালি দেশের মোবাইল ব্যাংকিং খাতে অসামান্য অবদানের জন্য এবারের চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২২ আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে বিকাশ–এর প্রধান নির্বাহী কামাল কাদীরকে এবং শ্রেষ্ঠ অ্যাগ্রোটেক হিসেবে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে ‘কৃষকের জানালা’কে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এবার শ্রেষ্ঠ ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর হয়েছেন নাদির ওন দ্য গো (নেপালে মারাত্মক জঙ্গলের ভেতর), শ্রেষ্ঠ মিউজিক ভিডিও নির্মাতা হয়েছেন তানিম রহমান অংশু (আবার হারিয়ে যাই), শ্রেষ্ঠ ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর হয়েছে নাদির ওন দ্য গো (নেপালে মারাত্মক জঙ্গলের ভেতর), শ্রেষ্ঠ ফেসবুক কনটেন্ট ক্রিয়েটর হলেন মহসীনুল হাকিম (লবণ জলে জীবন জ্বলে), শ্রেষ্ঠ এডুটেইনমেন্ট হয়েছেন খালিদ ফারহান (বায়োগ্রাফি অব পুতিন), শ্রেষ্ঠ রাইজিং স্টার (পুরুষ) হয়েছেন আবদুল্লাহ আল সেন্টু এবং শ্রেষ্ঠ রাইজিং স্টার (নারী) ফারহানা হামিদ। এ ছাড়া নাটকে শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে পুরস্কার পেয়েছেন জাহান সুলতানা (ভাঙা পুতুল), শ্রেষ্ঠ নাট্য পরিচালক ভিকি জাহেদ (পুনর্জন্ম ৩), যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন অপূর্ব (নতুন করে শুরু) এবং ইয়াশ রোহান (মিম্মি)। নাটকে শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছেন মেহজাবীন চৌধুরী (পুনর্জন্ম ৩)। শ্রেষ্ঠ ওয়েব সিরিজ নির্বাচিত হয়েছে ‘পেট কাটা ষ’, প্রযোজক হিসেবে পুরস্কার গ্রহণ করেন চরকির প্রধান নির্বাহী রেদওয়ান রনি এবং সিরিজটির পরিচালক নুহাশ হুমায়ূন। শ্রেষ্ঠ ওয়েব সিরিজ পরিচালক নুহাশ হুমায়ূন (পেট কাটা ষ)। শ্রেষ্ঠ ওয়েব সিরিজ অভিনেতা আফজাল হোসেন (বোধ), শ্রেষ্ঠ ওয়েব সিরিজ অভিনেত্রী আফসানা মিমি (নিখোঁজ)।শ্রেষ্ঠ ওয়েব ফিল্ম নির্বাচিত হয়েছে ‘মুনতাসীর’। শ্রেষ্ঠ ওয়েব ফিল্ম পরিচালক শিহাব শাহীন (মায়াশালিক), যৌথভাবে শ্রেষ্ঠ ওয়েব ফিল্ম অভিনেতা হয়েছেন মনোজ প্রামাণিক (মুনতাসির) এবং চঞ্চল চৌধুরী (দুই দিনের দুনিয়া), শ্রেষ্ঠ ওয়েব ফিল্ম অভিনেত্রী হয়েছেন শবনম বুবলী (টান)। এবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক। আরও ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, চ্যানেল আইয়ের আরেক পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুনসহ অনেকে। ‘চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড’ কর্তৃপক্ষ জানায়, ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত কাজগুলো মূল্যায়নের আওতায় এনে সেখান থেকে পুরস্কার প্রদান করা হয়েছে। মনোনয়নের ওপর জুরিবোর্ডের রায়ে বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। জুরিবোর্ডে ছিলেন মাসুম রেজা, মতিয়া বানু শুকু, বৃন্দাবন দাশ, কৌশিক সংকর দাস, আতাউর রহমান, দিলারা জামান, অনুপম হায়াত, নুরুল আলম আতিক, মতিন রহমান, তৌকীর আহমেদ, গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী, আনজীর লিটন, কবির বকুল, সোহেল আরমান, প্রিয়াঙ্কা গোপ, রেজানুর রহমান, নাজনিন চুমকি, আকা রেজা গালিব, আবদুর রহমান, আপন আহসান, শাহনেওয়াজ কাকুলী। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক বলেন, ‘ভবিষ্যতেও আমাদের আইসিটি বিভাগ চ্যানেল আইয়ের সঙ্গে এই কার্যক্রমে অংশগ্রহণ করবে। চ্যানেল আই ডিজিটাল বাংলাদেশ গড়ার সঙ্গে কাজ করে যাচ্ছে, তাদের এই সমর্থনকে আমরা সাধুবাদ জানাই।’চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ বলেন, প্রতিবছর দেশের ডিজিটাল সেক্টর অনেক বড় হচ্ছে। এখানে যাঁরা কাজ করছেন, তাঁদের পৃষ্ঠপোষকতা ও অনুপ্রেরণা দেওয়া প্রয়োজন। চ্যানেল আই সব সময় মেধাবীদের সমর্থন দিয়ে আসছে। তারই একটি প্রয়াস আইসিটি ডিভিশন প্রেজেন্টস চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডস। আইসিটি মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের ধন্যবাদ, তাঁরা আমাদের সঙ্গে আছেন। ভবিষ্যতেও এই আয়োজন চলবে। আইসিটি বিভাগের সঙ্গে সঙ্গে আরও যুক্ত হয়েছে হাইটেক পার্ক, এটুআই, স্টার্টআপ বাংলাদেশ, আইডিয়া এবং এজ। শনিবার সন্ধ্যায় প্রদান করা আইসিটি ডিভিশন প্রেজেন্টস চ্যানেল আই ডিজিটাল অ্যাওয়ার্ডস ২০২২ শিগগিরই চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হবে।

About Author

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More