যশোর সেমিনারে মাদকদ্রব্য অধিদপ্তরের – ডিজি মোস্তাফিজুর রহমান দেশে ১ লাখ ২৫ হাজার মানুষ মাদকদ্রব্য বিকিকিনিত জড়িত

0

বিশেষ প্রতিবেদকঃ  দেশব্যাপী মাদকের প্রবনতা বর্তমানে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ১ লাখ ২৫ হাজার মানুষ মাদকদ্রব্য বেচাকেনায় জড়িত রয়েছে। গডফাডার রয়েছে ১২ জন। আর মাদকের বড় ব্যবসায়ী রয়েছে ১ হাজার ২৬৮ জন।

- Advertisement -

বিষয়টি যশোর কালেক্টরেট সভাকক্ষ অমিত্রাক্ষরে অনুষ্ঠিত ‘মাদকের অপব্যবহার প্রতিরোধে করণীয়’ শীর্ষক সেমিনারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসির প্রধান অতিথির বক্তব্যে উঠে আসে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যশোর জেলা কার্যালয় এ সেমিনারের আয়োজন করে।

মহাপরিচালক বলেন, মাদকদ্রব্য শুধু  আমাদের দেশের সমস্যা নয়, এটি আন্তর্জাতিক সমস্যা। এদেশের তরুণ সমাজ মাদকের সাথে জড়িত। শরীরের মধ্যেসহ বিভিন্ন নতুন নতুন কৌশলে মাদকদ্রব্য পাচার করা হয়। এ কারণে সীমান্তের চেকপোস্ট জোরদার করা হলেও মাদক পাচার বন্ধ করা যাচ্ছে না। এজন্য পরিবার থেকে মাদক প্রতিরোধের  পদক্ষেপ নিতে হবে। সন্তানের প্রতি খেয়াল রাখতে হবে, সে যেন মাদকে আসক্ত না হয়।

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.