নিজস্ব প্রতিবেদকঃ গত ৩০ মে জেলা গোয়েন্দা শাখা(ডিবি),যশোরের এসআই(নিঃ)/মোঃ কামাল হোসেন, এসআই(নিঃ)/ রাজেশ কুমার দাস, এএসআই(নিঃ)/ নির্মল কুমার ঘোষ সংগীয় অফিসার-ফোর্সের সমন্বয়ে একটা টিম যশোর জেলার কোতয়ালী মডেল এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই প্রতিরোধ সহ মূলতবী গ্রেফতারী পরোয়ানা তামিলের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে ৩০ মে তারিখ রাত ০৩.৪৫ ঘটিকায় যশোর জেলার কোতয়ালী থানাধীন হৈবতপুর ইউনিয়নের মাজদিয়া কলেজ সংলগ্ন খাজুরা টু বারোবাজার গামী পাকা রাস্তার লাউখালী কাদারভাগাড় কাঁচা রাস্তার মুখে ডাকাতির প্রস্তুত গ্রহণ ও ডাকাতি সংঘটন করার উদ্দেশ্যে একত্রিত হওয়া সংঘবদ্ধ ডাকাত চক্রকে চ্যালেঞ্জ করেন। এ সময় সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্যরা ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতির কাজে ব্যবহৃত একটি নীল-হলুদ রংয়ের FOTON মিনি ট্রাক সহ ০২টি ধারালো লোহার তৈরী গাছি দা, ০১টি হলুদ-কালো রংয়ের কাটার, ০১টি স্টীলের পাইপ, ০১টি লোহার রড, ০৬টি ফিতার তৈরী রশি ঘটনাস্থলে ফেলে দৌড়ে পালিয়ে যায়। এ-সংক্রান্তে এসআই(নিঃ)/মোঃ কামাল হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ৬/৭ জন ডাকাতদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় একটি এজাহার দায়ের কারেন।
- Advertisement -
উদ্ধারকৃত মালামালের বিবরণঃ-
(ক) একটি নীল-হলুদ রংয়ের FOTON মিনি ট্রাক, যার মূল্য আনুমানিক ১৪,০০,০০০/-(চৌদ্দ লক্ষ) টাকা,
Related Posts
(খ) ০২টি ধারালো লোহার তৈরী গাছি দা,
(গ) ০১টি হলুদ-কালো রংয়ের কাটার,
(ঘ) ০১টি স্টীলের পাইপ,
(ঙ) ০১টি লোহার রড,
(চ) ০৬টি ফিতার তৈরী রশি’