যশোর চৌগাছায় ডিভোর্সী নারীর আত্মহত্যা

0
বিশেষ প্রতিবেদকঃ যশোরের চৌগাছায় শিলা খাতুন (২৫) এনজিও কর্মী  নামের এক ডিভোর্সি নারী আত্মহত্যা করেছে। সে উপজেলার হাকিমপুর গ্রামের সোনা খাঁর মেয়ে।শিলা চৌগাছা পৌরসভার ইছাপুরমোড় এলাকায় আব্দুল মান্নানের বাসা ভাড়া নিয়ে বসবাস করতো।শনিবার (১৬নভেম্বর) দুপুরে চৌগাছা থানার পুলিশ তার শয়ন কক্ষ ধেকে সিলিং ফ্যানের হুকের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন।শিলার পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে শিলা খাতুনকে দুই বার বিবাহ দেওয়া হয়। কিন্তু দুইবারই শিলা নিজ ইচ্ছা থেকে ডিভোর্স দেয়। এর পরে সে একটি এনজিওতে চাকরি নিয়ে চৌগাছা পৌরসভার ইছাপুর এলাকায়আব্দুল মান্নানের বাসার চতুর্থ তলায় ভাড়া নিয়ে বসবাস করছিল।শিলা খাতুনের চাচা শওকত খা জানান, শুক্রবার সন্ধ্যায় শিলার এক ফুফাত ভাই মারা যায়। মৃত্যু খবর দেওয়ার জন্য শিলাকে বার বার ফোন করলেও সে ফোন রিসিভ করেনি। পরের দিন শুক্রবার তার চৌগাছার বাসায় গিয়ে দেখতে পায় খরের ভিতর থেকে লক করা রয়েছে। শিলার কোনো সাড়া শব্দ নেই। পরে চৌগাছা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করেন।গ্রামের একাধিক সুত্র জানিয়েছেন স্থানীয় এক নেতার সাথে শিলার পরকীয়া ছিল। যে কারনে দুইবার ভালো ঘরে বিয়ে হলেও সে নিজে থেকে ডিভোর্স দিয়েছে। সম্প্রতি শিলা ঐ নেতার সাথে কক্সবাজার সহ দেশের বিভিন্ন স্থানে ভ্রমন করেছে। আত্যহত্যার সাথে পরকীয়া বিষয়টি জড়িত থাকতে পারে শিলার পরিবার ও গ্রামবাসির ধারনা।চৌগাছা থানার ভারপ্রাপ্ত ওসি কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়তদন্তের জন্য মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঠিক কি কারনে সে আতœহত্যা করেছে বিষয়টি এখনই বলা যাচ্ছেনা।

- Advertisement -

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.