LastNews24
Online News Paper In Bangladesh

যশোর অভয়নগরে বিভিন্ন মামলায় ২২ জন আটক

0
যশোর প্রতিনিধি যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয় এবং অতিরিক্ত পুলিশ সুপার “খ” সার্কেল, যশোর মহোদয়ের  সঠিক দিক নির্দেশনায়  অভয়নগর থানার অফিসার ইনচার্জ, জনাব এ কে এম শামীম হাসান মহোদয়ের নেতৃত্বে অভয়নগর থানার অফিসার ফোর্স থানা এলাকায় গ্রেপ্তারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করে জিআর- ০৭ জন,  নিয়মিত মামলায় ১৫ জন,  সর্বমোট ২২ জন আসামীদের গ্রেপ্তারপূর্বক বিচারের নিমিত্তে ইং-১৭/০৮/২০২২ তারিখে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
আসামীদের নাম-ঠিকানাঃ-
গ্রেফতারী পরোয়ানার আসামীঃ-
১।মোঃ রমজান, পিতা- মৃত কদর আলী
সাং- নওয়াপাড়া (বৌ-বাজার)
২। ডালিম, পিতা- নিজাম দালাল
সাং- নওয়াপাড়া,
৩।মোমিন গাজী, পিতা- ইখলাস গাজী
সাং- সমসপুর,
৪। মোঃ বিল্লাল হোসেন,
পিতা- মোঃ সিদ্দিক হোসেন
মাতা- মোছাঃ রাবেয়া বেগম,
সাং- গুয়াখোলা,
৫। মকবুল হোসেন বিশ্বাস,
পিতা- মৃত আব্দুল গণি বিশ্বাস
সাং- পাইকপাড়া,
৬। মোঃ মিজানুর রহমান
পিতা- মোঃ আফছার মোল্যা
সাং- মাগুরা (পূর্বপাড়া)
৭। সবুজ হোসেন, পিতা- আঃ সাত্তার
সাং- বুইকারা
সর্ব থানা- অভয়নগর, জেলা- যশোর।
নিয়মিত মামলার আসামীঃ-
১। সুফল দাস (২৩), পিতা- পাচু দাস,
সাং- ভূগিলহাট ঋষিপাড়া,
২। অমরেশ দাস (২৮), পিতা-জয়দেব দাস ,
৩। নারায়ন দাস (২৫), পিতা- মৃত শ্রীনাথ দাস
উভয় সাং- বাশুয়াড়ী ঋষিপাড়া,
৪। অলক দাস (২০), পিতা-কৃষ্ণ দাস,
৫। বিপ্লব দাস (৩০), পিতা- মনরঞ্জন দাস,
৬। চয়ন দাস(২৬), পিতা-নির্মল দাস,
৭। সুচিত্র দাস(২৮), পিতা-রমেশ দাস,
৮। গুরু দাস(২৩), পিতা-পাচু দাস,
৯। মিঠুন দাস(২৪), পিতা-তপন দাস,
১০। বৈষ্ণব দাস(২০), পিতা-রুহি দাস
সর্ব সাং- ভূগিলহাট ঋষিপাড়া,
থানা- অভয়নগর, জেলা- যশোর
১১। বিল্লাল হোসেন @ বাবু (৩২) পিতা- মৃত গোলাম মোস্তফা,
সাং- বুইকারা (ড্রাইভারপাড়া)
থানা- অভয়নগর, জেলা- যশোর
১২। মোঃ সোহেল তালুকদার (৩০) পিতা- মোঃ ফিরোজ তালুকদার,
 সাং- মহিষকান্দি, থানা- কাঠালিয়া, জেলা- ঝালুকাঠি
এ/পি সাং- বুইকারা (ড্রাইভারপাড়া শাজাহান মোল্যা ঘাট)
 থানা- অভয়নগর, জেলা- যশোর
১৩। মোঃ তরিকুল ইসলাম(২২), পিতা-আব্দুর রহিম মোড়ল,
মাতা-মোছাঃ কহিনুর বেগম ,
গ্রাম- ধোপাদী (০৩নং ওয়ার্ড)
১৪। পারভেজ আহম্মেদ রাজু(২৬),
পিতা-আবুল কালাম, মাতা-পারভীন বেগম ,
 গ্রাম- আরজি মাকোড়ডোন ( ০১নং ওয়ার্ড, পৌরসভা) ,
থানা- মংলা, জেলা -বাগেরহাট।
১৫। মোঃ কামাল হোসেন(২৫), পিতা-মোঃ চিকুন আলী ,
 গ্রাম- পাইকপাড়া,
থানা- অভয়নগর, জেলা -যশোর

About Author

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More