ম্যাচের যোগ করা সময়ে মোহামেডানের ফেরার পথ রুদ্ধ করে দেন দামাশেনো। সপ্তম মিনিটে দারুণ এক গোল করেন ম্যাচে দুই অ্যাসিস্ট করা ব্রাজিলিয়ান প্লে মেকার। নির্ধারিত সময় শেষ হওয়ার পর যোগ করা ১৮ মিনিটেও আর কোনো গোল শোধ দিতে পারেনি মোহামেডান। এতে করে সর্বশেষ ফেডারেশন কাপ ও প্রিমিয়ার লিগের মতো চ্যালেঞ্জ কাপেও বসুন্ধরার কাছে আশাহত হতে হলো কোচ আলফাজ আহমেদের শিষ্যদের।
Related Posts