শুক্রবার (১৭ জানুয়ারি) অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার প্রশ্নে জুলাই অভ্যুত্থানে আত্মত্যাগকারী আবু সাঈদের মৃত্যুর তারিখের প্রসঙ্গ উঠে আসে।
ভর্তি পরীক্ষার প্রশ্নে জানতে চাওয়া হয়, গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের মৃত্যুর তারিখ কত? ২১ জুলাই, ১৬ জুলাই, ১৫ জুলাই ও ২০ জুলাই।
বিষয়টি নিশ্চিত করে পরীক্ষার্থী সাইফুল্লাহ তানভীর জানান, আজকের মেডিক্যাল ভর্তি পরীক্ষায় জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদের মৃত্যুর তারিখ নিয়ে একটি প্রশ্ন এসেছে।সেখানে জানতে চাওয়া হয়েছে তার মৃত্যুর তারিখ কত?
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটের সামনের সড়কে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ।
তিনি ২০০১ সালে রংপুরের জেলার পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে মকবুল হোসেন ও মনোয়ারা বেগমের ঘরে জন্মগ্রহণ করেন। ছয় ভাই ও তিন বোনের মধ্যে তিনি সবার ছোট ছিলেন।
- Advertisement -