নোয়াখালী, ১০ আগস্ট : নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীতে একটি ট্রলার ডুবে গেছে। এতে ৪ রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে এবং ২৩ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে।
মেঘনা নদীর হাতিয়ার সীমানায় ডুবে যাওয়া ট্রলারটি চট্টগ্রাম ফিশারি ঘাট থেকে হাতিয়ার ভাসান চরে যাচ্ছিল। ট্রলারটি মালামাল এবং কয়েকজন যাত্রী নিয়ে সকাল ৮টার দিকে যাত্রা শুরু করে। দুপুর ১১টার দিকে ঝড়ের কবলে পড়ে এবং দ্রুত ডুবে যায়। ট্রলারটির চালক মো. হুমায়ন জানান, ঝড়ের কারণে ট্রলারটি ডুবে যায় এবং যাত্রীরা পানিতে সাঁতার কেটে নিজেদের রক্ষা করার চেষ্টা করে।
ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর জানান, ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের কাছাকাছি মেঘনা নদীতে ট্রলারটি ডুবে যায়। খবর পেয়ে নদীতে থাকা নৌকাগুলো উদ্ধার কাজ শুরু করে এবং পরে নৌ পুলিশ ও কোস্ট গার্ড এসে ১৫ যাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। এছাড়া ৩ শিশু সহ ১ মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
নিহতরা হলেন:
- লায়লা বেগম (৪৫), দিল মোহাম্মদের স্ত্রী, ৮৫নং ক্লাস্টার
- আবদুল কাদের (৪), মোহাম্মদ আবদুল্লাহর ছেলে, ৮৪ নং ক্লাস্টার
- আজিজুল হক (৫), মোহাম্মদ জাহারের ছেলে, ৮০ নং ক্লাস্টার
- আসমিদা বেগম (৪), মোহাম্মদ রশিদের মেয়ে, ৮ নং ক্লাস্টার
উদ্ধারকৃত লাশগুলো বর্তমানে ভাসানচর থানায় রাখা হয়েছে।