জানা যায়, নিহত বাদলের সহকর্মীরা যখন বুঝতে পারেন বাদলের বেঁচে থাকার সম্ভাবনা কম, ঠিক তখনই হাসপাতালে ওই ঘটনায় জড়িতদের নাম জানতে চাইলে বাদল সব কিছু খুলে বলেন। ভিডিওটি ধারণের পরপরই মৃত্যু হয় তার।
এদিকে অভিযোগের ভিত্তিতে বাদল হত্যা মামলার আসামি কামারিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লুৎফর রহমানকে বহিষ্কার করা হয়েছে।সদর উপজেলা বিএনপির আহ্বায়ক হযরত আলী ও সদস্যসচিব ফরহাদ আলী স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।
নিহত বাদলের স্ত্রী পপি বেগম বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা করেছেন।মামলার প্রধান আসামি কারাবন্দি কামারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী এবং ২ নম্বর আসামি ইউনিয়ন বিএনপির বহিষ্কৃত নেতা লুৎফর রহমান। মামলায় ২৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরো ১০-১৫ জনকে। তবে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
- Advertisement -