মৃত্যুদন্ড সাজা প্রাপ্ত আসামি র‍্যাব-৮ কর্তৃক গ্রেফতার

0
বিশেষ প্রতিনিধি: বরিশাল র‍্যাব-৮ মৃত্যুদন্ড সাজা প্রাপ্ত এক আসামিকে রবিবার ১৩ অক্টোবর রাত ১১:৩০ ঘটিকার পর (২৩:৩০ ঘটিকা) গ্রেফতার করেছে।জানা যায়,সিনিয়র এএসপি জামাল উদ্দিন এবং এডি অমিত হাসান এর নেতৃত্বে পালিয়ে বেড়ানো মৃত্যুদন্ড সাজা প্রাপ্ত আসামি রেজাউল খা পিতা: আমির আলী খা গ্রাম: কালিকাঠি , শংকরপাশা,  পিরোজপুর সদর। পিরোজপুর শেখ পাড়া, আলতাফ শেখ এর ভাড়া বাসা থেকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামিকে পিরোজপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত ওসি আব্দুস সোবহান জানান, র‍্যাব-৮ কতৃক গ্রেফতারকৃত মৃত্যুদন্ড সাজা প্রাপ্ত আসামি রেজাউল খা থানা হেফাজতে রয়েছে। আগামীকাল সোমবার তাকে কোর্টে সোপর্দ করা হবে।

- Advertisement -

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.