উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে গতকাল ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, মুজিববর্ষ পালনের নামে রাষ্ট্রের অর্থের অপচয় করা হয়েছে। সারা দেশে অফিস-আদালতে বঙ্গবন্ধু কর্নার ও মূর্তি বানিয়ে যে পরিমাণ জমি ও অর্থের অপচয় হয়েছে, এগুলো যুক্ত করলে আরো অনেক টাকা অপচয়ের হিসাব পাওয়া যাবে।
মন্ত্রিপরিষদ বিভাগ বিজ্ঞপ্তিতে জানায়, মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ২০১৮-১৯, ২০১৯-২০, ২০২০-২১, ২০২১-২২, ২০২২-২৩, ২০২৩-২৪ অর্থবছরে সব মন্ত্রণালয়/বিভাগ ও অধীন দপ্তর/সংস্থা, নির্বাচন কমিশন সচিবালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, দুর্নীতি দমন কমিশন, জাতীয় সংসদ, বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টে সর্বমোট এক হাজার ২৬১ কোটি পাঁচ লাখ টাকা ব্যয় সম্পর্কে উপদেষ্টা পরিষদ অবহিত হয়েছে। ২০২৪-২৫ অর্থবছর থেকে এসংক্রান্ত বাজেট বরাদ্দ বাতিল করা হয়েছে।