টাঙ্গাইল প্রতিনিধি ॥ মির্জাপুরে অজ্ঞাত রোগে একটি ফার্মের ৭টি গরু মারা গেছে। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ফার্মটির ৬টি গরু মারা যায়। এর একটি গরু মারা যায় ৩ দিন আগে। এই গরু মৃত্যুর ঘটনাটি ঘটেছে মির্জাপুর উপজেলা সদরের পাহাড়পুর গ্রামে। অজ্ঞাত রোগে হঠাৎ গরুগুলো মারা যাওয়ায় মালিক কৃষক আমিনুল মিয়ার পরিবার এখন নি:স্ব ও দিশেহারা হয়ে পড়েছে।এদিকে কী কারণে হঠাৎ ফর্মের গরুগুলো মারা গেল তা নির্ণয় করতে শনিবার সকাল ১১ টার দিকে সরেজমিনে তদন্ত ও পরীক্ষা করার জন্য উপজেলা প্রাণী সম্পদ বিভাগের একটি টিমকে কাজ করতে দেখা গেছে।এছাড়া অপসোনিং ফার্মা (এগ্রোভ্যাট) কোম্পানীর লোকজনকেও সেখানে কাজ করতে দেখা গেছে।
জানা গেছে, পাহাড়পুর গ্রামের কৃষক আমিনুল মিয়া কয়েক বছর আগে পারিবারিকভাবে একটি গরুর ফার্ম গড়ে তুলেন। তিন দিন আগে হঠাৎ ফার্মের একটি গরু মারা যায়। এটিকে স্বাভাবিক বিষয় মনে করেছেন মালিক আমিনুল মিয়া। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তাঁর ফার্মে ৮টি গরু ছিল। কিন্তু সন্ধ্যা থেকে কয়েক ঘন্টার ব্যবধানে ফার্মের ৭টি গরু মারা যায়। লালন পালন করা গরুগুলো হারিয়ে আমিনুল মিয়ার পরিবার এখন নি:স্ব ও দিশেহারা হয়ে পড়েছে। তাঁর স্ত্রী প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা সম্পদ গরুগুলো হারিয়ে বার বার মুর্চা যাচ্ছেন বলে প্রতিবেশীরা জানিয়েছেন।এছাড়া অপসোনিং ফার্মা (এগ্রোভ্যাট) কোম্পানীর মেডিকেল প্রমোশন অফিসার মো. রবিউল করিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।উপজেলা প্রাণী সম্পদ বিভাগের উপ সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মো. ইব্রাহীম খলিল বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে খাদ্যে বিষক্রিয়ায় গরুগুলোর মৃত্যু হয়েছে। তবে প্রকৃত কারণ জানতে নমুনা সংগ্রহ করে ঢাকা কেন্দ্রীয় রোগ নির্ণয় (সিডিআইএল) ল্যাবে পাঠানো হবে।