জয়পুরহাট প্রতিনিধি জয়পুরহাটে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আনারুল ইসলামকে (২৫) গ্রেফতার করেছে র্যাব।রবিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুর ১২টার দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আনারুল সদর উপজেলার চকশ্যাম গ্রামের ওহাব আলীর ছেলে।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার ইমদাদ হোসেন বিপুল জানান, ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর জয়পুরহাট স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিচারক আব্বাস উদ্দীন আসামি আনারুলকে যাবজ্জীবন সাজা দেন। এদিকে মামলার রায় হওয়ার পর থেকেই র্যাব আনারুলকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। অবশেষে রবিবার দিবাগত রাতে তাকে পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।