মাদকাসক্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতের কাছে তুলে দিলেন মা!

0
জেলা প্রতিবেদকঃ নেত্রকোনার কলমাকান্দায় মাদকাসক্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতের কাছে তুলে দিলেন এক মা। মাদক সেবন ও বহনের অপরাধে শাহজাহান মিয়া (২৫) নামে যুবককে ১২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় নগদ এক শ টাকা জরিমানা করা হয়।

শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের মুক্তিচর এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।

সূত্র জানায়, মা সাজেদা খাতুনের অভিযোগের প্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  মো. শহিদুল ইসলাম পুলিশের সহযোগিতায় সদরের মুক্তিচর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় শাহজাহান মিয়াকে হাতনাতে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে গ্রেপ্তারকৃত শাহজাহান মিয়া অপরাধ স্বীকার করে নেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী আদালত তাকে ১২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এসময় নগদ এক শ টাকা জরিমানা করা হয়। পরে রাতেই তাকে নেত্রকোনা জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। সাজাপ্রাপ্ত শাহজাহান মিয়া উপজেলার পাঁচগাও গ্রামের শুকুর মাহমুদের ছেলে।

- Advertisement -

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.