চট্টগ্রাম প্রতিনিধি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা থেকে আজম উদ্দিন চৌধুরী (২৬) ও রুবেল হোসেন (৩০) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় দুই লাখ ২০ হাজার পিস ইয়াবা ও দুটি ওয়ান শুটারগান এবং দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। গতকাল শনিবার বিকেলে শাহমিরপুর বাদামতল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তারকৃত আজম শাহমিরপুর গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে এবং রুবেল একই এলাকার মো.আব্দুল নুরের ছেলে।রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে চান্দগাঁও ক্যাম্পে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-৭-এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এম এ ইউসুফ।তিনি বলেন, ‘চার-পাঁচ দিন ধরে টেকনাফ, উখিয়াসহ মিয়ানমার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, বিয়ার ও সিগারেটের বড় চালান জব্দ করা হয়। এ সময় ওই এলাকা থেকে ইয়াবার একটি বড় চালানও জব্দ করা হয়। এসব চালান থেকে মাদক ডিলার সম্পর্কে আমরা তথ্য পাই।এই তথ্যের ভিত্তিতে উপজেলার শাহমিরপুর বাদামতল এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে আজিমের গুদামঘরের মাটির নিচে লুকানো দুই লাখ ২০ হাজার পিস ইয়াবা এবং পানির নিচে বিশেষ কায়দায় পলিব্যাগে লুকিয়ে রাখা দুটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।লেফট্যানেন্ট কর্নেল এম এ ইউসুফ বলেন, তারা দীর্ঘদিন ধরে সাগরপথে মিয়ানমার থেকে সিন্ডিকেটের মাধ্যমে ইয়াবা সংগ্রহ করে পরে তা দেশের বিভিন্ন জায়গায় খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিল। উদ্ধার অস্ত্র-গোলাবারুদ বাঁশখালীর কথিত অস্ত্র ব্যবসায়ী শহিদ এবং ছৈয়দের কাছ থেকে সংগ্রহ করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তারা।উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ছয় কোটি ৬০ লাখ টাকা। তাদেরকে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।