মহাজোটের শরিকদের ৭টি আসন ছেড়ে দিচ্ছে আ.লীগ

0

ষ্টাফ রিপোর্টার/-  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের তিনটি দলকে সাতটি আসন ছেড়ে দিচ্ছে আওয়ামী লীগ। এর মধ্যে ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) তিনটি করে এবং জাতীয় পার্টিকে (মঞ্জু) একটি আসন ছাড়ছে। এই সাতটি আসনে ১৪ দলের সদস্যরা নৌকা প্রতীকে ভোট দেবেন।

- Advertisement -

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকেলে ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এ তথ্য জানান।

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবার বরিশাল-৩ আসন থেকে নির্বাচন করবেন। রাজশাহী-২ আসনে ফজলে হোসেন বাদশা এবং সাতক্ষীরা-১ আসনে মোস্তফা লুৎফুল্লাহ আহসান অংশগ্রহণ করবেন। কুষ্টিয়া-২ আসনে জাসদ সভাপতি হাসানুল হক ইনু, লক্ষ্মীপুর-৪ আসনে মোশাররফ হোসেন এবং বগুড়া-৪ আসনে রেজাউল করিম তানসেন নির্বাচন করবেন। পিরোজপুর-২ আসন থেকে ১৪ দলের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন জাপা’র আনোয়ার হোসেন মঞ্জু।

আমির হোসেন আমু বলেন, তরিকত ফেডারেশন বা ১৪ দলীয় জোটের অন্য দলগুলোকে কোনো আসন দেওয়া হবে কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.