ষ্টাফ রিপোর্টার : রাজধানীর উত্তরা হাউসবিল্ডিং এলাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত একটি গাড়ি থেকে বস্তাভর্তি টাকা উদ্ধার করেছে ছাত্রজনতা।
বুধবার (৭ আগস্ট) বিকেলে ফারদিন নামের এক ছাত্র গাড়ির ভেতরে বস্তা দেখতে পেয়ে সন্দেহ করেন। বস্তাটি খুলে টাকা দেখতে পেয়ে তারা গাড়িটিকে আটক করে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গাড়িতে থাকা মাসুদ আলম নামের একজনকে আটক করে উত্তরা টাউন কলেজে ঘিরে রেখেছে ছাত্রজনতা। বিকেল ৪টা ৫০ মিনিটে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে মাসুদ আলমকে জিজ্ঞাসাবাদ করছে। জানা গেছে, গাড়িচালক পালিয়ে গেছে।
উত্তরা টাউন কলেজের প্রশাসনিক কর্মকর্তা সাখাওয়াত হোসেন গণমাধ্যমকে জানান, আটক গাড়িতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার রয়েছে। আটক ব্যক্তি দাবি করেছেন যে, বস্তার টাকা তার অফিস কর্মচারীদের বেতনের টাকা এবং এতে আড়াই কোটি টাকা রয়েছে।