ষ্টাফ রিপোর্টার/- মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ২০দলীয় জোট আয়োজিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের স্মরণসভায় বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা মন্তব্য করে বলেন, সীমান্তে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা ভারতীয় বর্ডার গার্ড কর্তৃক রক্তাক্ত হলেও সরকারের প্রতিবাদ নেই।
সরকারের সমালেচনা করে এহসানুল হুদা বলেন, ‘বিনা ভোটের সরকার দেশের মানুষের স্বার্থ বিকিয়ে দিয়ে ভারতের সঙ্গে সাতটি অবৈধ চুক্তি করেছে। এই চুক্তির বিরুদ্ধে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদ যৌক্তিক স্ট্যাটাস দেন। এর জন্য তাকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়। আমরা দেখছি সীমান্তে বিএসএফ আমাদের এলটি ফোর্স র্যাবের তিনজন পোশাকধারী সদস্যকে ধরে নিয়ে রক্তাক্ত করেছে তাতে সরকারের প্রতিবাদ পর্যন্ত নেই।’
তিনি বলেন, ‘এ কারণে মনে প্রশ্ন জাগে, আমরা কি স্বাধীন না পরাধীন? এটা কি মোদি সরকার নাকি আরএসএস মুসলিম নিধনের সরকার?’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক গোলাম পরওয়ার, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল হালিম, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ প্রমুখ বক্তৃতা দেন।
এহসানুল হুদা বলেন, আজকে জালিমের হাত থেকে মুক্ত হতে হলে রাজপথে আমাদের নামতে হবে। জনগণ উন্মুখ হয়ে আছে আন্দোলনের জন্য। রাজপথে আন্দোলনের মাধ্যমে দেশমাতাকে মুক্ত করতে হবে। গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হলে, বাংলাদেশি জাতীয়তাবাদের কান্ডারি দেশনায়ক তারেক রহমানকে ফিরিয়ে আনতে হলে, রাজপথেই হতে হবে চূড়ান্ত ফয়সালা।’