মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় ৫নং মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার (১৭ মে ২০২৫) সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ২০২৫-২০২৬ অর্থ বছরের এ বাজেট ঘোষণা করা হয়। উন্মুক্ত বাজেট ঘোষণা সভায় সভাপতিত্ব করেন ৫ নং মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ বি এম ফারুক হাসান। এসময় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আনিচুর রহমান রাজস্ব খাতে ২০ লাখ ১৯ হাজার টাকা আয়, ২৩ লাখ ১৯ হাজার টাকা ব্যয় ও ৩ লাখ টাকা ঘাটতি এবং উন্নয়ন খাতে ১ কোটি ৬৩ লাখ ৮৭ হাজার টাকার বাজেট উত্থাপন করেন। বাজেট সভায় ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী রহিত ইসলাম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, ইউপি সদস্যগণ, শিক্ষক, এনজিও ও সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
- Advertisement -