মঠবাড়িয়া উপজেলা বিএনপির আহবায়ক রুহুল আমিন দুলালের বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিশাল মানববন্ধন
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বিএনপির আহবায়ক রুহুল আমিন দুলালের বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবীতে শুক্রবার সকালে মঠবাড়িয়া পৌর ভবন সম্মুখ সড়কে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বেলা ১২ টা পর্যন্ত কয়েক হাজার বিএনপির তৃণমূল নেতা- কর্মীরা অংশ নেয়।মানববন্ধন শেষে বিএনপি নেতা আবুল কালাম আজাদ (সাবু) এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার, সাবেক ছাত্রদলের সভাপতি মাহবুবুল ইসলাম নান্না, বিএনপি নেতা খলিলুর রহমান খন্দকার, দুলাল সরদার ও রিপন মাতুব্বর সহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা মঠবাড়িয়া বিএনপির দুর্দিনের কান্ডারী ও জননেতা রুহুল আমিন দুলালের বহিস্কারাদেশ প্রত্যাহারের জন্য বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিকট জোর দাবী জানান।এদিকে বৃহষ্পতিবার সন্ধায় মানুষকে হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে লিপ্ত থেকে দলের শৃঙ্খলা ভঙ্গ করার কারণে কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে রুহুল আমিন দুলালের বহিস্কারের খবর ছড়িয়ে পড়লে উপজেলার বিভিন্ন স্থানে বিএনপির নেতা-কর্মীরা মিছিল বের করে। এমনকি অনেক স্থানে নেতা-কর্মীদের কান্নায় বেঙ্গে পরতে দেখা যায়।উল্লেখ্য, রুহুল আমিন দুলাল ১৯৮০ সালে থানা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক ছিরেন, ১৯৮২ সালে ছাত্র দলের আহবায়ক ছিলেন, ১৯৯৬ পৌর বিএনপির আহবায়ক ছিলেন, ২০০৩ সালে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন এবং ২০২৩ সালে উপজেলা বিএনপির আহবাযক মনোনীত হন। পতিত আ’লীগ সরকারের আমলে ১০/১২ টি মামলা ও হামলার শিকার হন।