মঠবাড়িয়ায় ব্যবসায়ীকে মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে মানববন্ধন

0
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় আবুল কালাম নামে এক ব্যবসায়ীকে মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে হয়রানী প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মঙ্গলবার বিকেলে উপজেলার ১১৯নং আমুরবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্মুখ সড়কে প্রায় চারশতাধিক নারী-পুরুষ এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। এসময় মামলা প্রত্যাহারের দাবী জানিয়ে বক্তব্য রাখেন ওই মামলার ১নং সাক্ষী মাহবুব ছাড়াও স্থানীয় সমাজ সেবক লিটন খান, লাল মিয়া হাওলাদার, আবু সাঈদ খান, বাবুল হাওলাদার, শহীদুল আলম ও বাদল হাওলাদার প্রমূখ। মামলার ১নং সাক্ষী মাহবুব জানান আমি এ ঘটনা সম্পর্কে কিছুই জানিনা। কিন্তু আমাকে মামলার ১নং সাক্ষী করা হয়েছে।স্থানীয়রা জানান, আবুল কালাম দীর্ঘদিন ধরে তুষখালী বাজারে মাংসের ব্যবসা করে আসছেন। তার সাথে তুষখালী গ্রামের মিজান হাওলাদারের স্ত্রী ঝুমুর সাথে পূর্ব বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে ঝুমুর কালামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে ২২ নভেম্বর মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা মঠবাড়িয়া থানার এস আই মোঃ হাসিব হোসেন জানান, ভিকটিমের অভিযোগের ভিত্তিতে থানায় মামলা হয়েছে। তদন্ত শেষে ঘটনার আসল রহস্য জানাযাবে।

- Advertisement -

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.