মঠবাড়িয়ায় নিখোঁজের তিন দিন পর মাদ্রাসা শিক্ষকের লাশ উদ্ধার

0
বিশেষ প্রতিবেদকঃ ইসমাইল হোসেন হাওলাদার, মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় নিখোঁজের তিন দিন পর সালাহ উদ্দিন হাওলাদার (৪২) নামে এক মাদ্রাসা শিক্ষকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার রাতে উপজেলার দাউদখালী ইউনিয়নের দেবত্র এলাকার কোরবানিয়া খাল থেকে শিক্ষক সালাহ উদ্দিনের লাশ উদ্ধার করা হয়েছে। দুই সন্তানের জনক নিহত সালাহ উদ্দিন হাওলাদার উপজেলার নূরুন আলা নূর দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক ও দেবত্র গ্রামের মৃত আব্দুস সত্তার হাওলাদারের পুত্র। থানা পুলিশ নিহতের লাশ ময়নাতদেন্তর জন্য রোববার সকালে পিরোজপুর জেলা মর্গে প্রেরণ করেছেন।এঘটনায় নিহতের চাচাতো ভাই ইব্রাহিম হাওলাদার বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।মামলা সূত্রে জানাগেছে, গত বৃহস্পতিবার বিকেলে মাদ্রাসা শিক্ষক সালাহ উদ্দিন গরুর জন্য ঘাস কাটতে মাঠে যান। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। স্বজন সহ এলাকাবাসী খোঁজাখুজির এক পর্যায়ে শনিবার রাতে দেবত্র কোরবানিয়া খালে তার লাশ ভাসতে দেখে থানা পুলিশে খবর দেন।ইব্রাহিম হাওলাদার জানান, তার চাচাতো ভাই নিহত সালাহ উদ্দিন একজন মৃগী রোগী ছিলেন। সাকোঁ পারাপারের সময় হয়তো ওই রোগের কারণেই তিনি পানিতে পড়ে যান।মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, নিহত মাদ্রাসা শিক্ষকের শরীরের কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

- Advertisement -

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.