পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ১১ নং বড়মাছুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন ও ৩ নং মিরুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হানিফ মিয়া সহ একাধিক ইউপি চেয়ারম্যান আত্মগোপনে রয়েছেন। ৫ আগস্টের পর তারা অফিস না করায় ইউনিয়ন পরিষদের সেবা থেকে বঞ্চিত হচ্ছে সেবাপ্রার্থীরা।বড়মাছুয়া ইউনিয়ন পরিষদে খোঁজ নিয়ে জানা গেছে, নাসির উদ্দিন হাওলাদার গত ১ মাস ধরে পরিষদে আসেনা।এমনকি এলাকায়ও থাকেন না।নিজ উপজেলা ও জেলার বাইরে থেকে উপজেলা প্রশাসনের সহানুভূতি নিয়ে চেয়ারম্যান হিসেবে এখনও বহাল তবিয়তে রয়েছেন তিনি।৩ নং মিরুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হানিফ মিয়া রাজনৈতিক মামলার আসামি হয়ে কয়েক মাস আগে আত্মগোপনে চলে যান।দীর্ঘদিন নিজ উপজেলার বাইরে থেকেও সরকারী প্রজ্ঞাপন অমান্য করে চেয়ারম্যান হিসেবে সকল দায়িত্বে রয়েছেন তিনি।সরকারী নিয়ম অনুযায়ী ইউপি চেয়ারম্যানদের অনুপস্থিতিতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করার কথা থাকলেও মঠবাড়িয়া উপজেলায় এ নিয়ম অনেকটা অনুপস্থিত। ২০২১ সালে নির্বাচন পরবর্তী প্যানেল চেয়ারম্যানরা নামেমাত্র দায়িত্বে থাকলেও আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা এখনও আত্মগোপনে থাকা চেয়ারম্যানদের হাতে।এতে অন্তর্বর্তীকালীন সরকারের জনসেবামূলক কর্মকান্ড ব্যহত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
- Advertisement -