মঠবাড়িয়ায় অটোচালক তামিম হত্যার ঘটনায় দুইজন গ্রেফতার, আদালতে হত্যার দায় স্বীকার

0
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় তামিম হোসেন (১৩) নামে এক অটোচালককে হত্যা করে ডোবায় লাশ ফেলে অটোরিকশা ছিনতাই করার ঘটনায় রিয়াজ হাওলাদার (২২) ও মো. রমজান মিয়া (১৫) নামে দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। মঠবাড়িয়া থানা পুলিশ বুধবার ভোর রাতে পার্শ্ববর্তী পাথরঘাটা থেকে রিয়াজকে ও মঠবাড়িয়ার দক্ষিণ বন্দর এলাকা থেকে রমজানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে হত্যার দায় স্বীকার করে তারা আদালতে ১৬৪ ধারায় জবাবন্দী প্রদান করে।

- Advertisement -

অভিযুক্ত রিয়াজ পার্শ্ববর্তী পাথরঘাটা উপজেলার পূর্ব লেমুয়া গ্রামের মো. রিপন হাওলাদারের ছেলে ও রমজান মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের মো. তোতা মিয়া হাওলাদারের ছেলে। অভিযুক্তদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নিহত তামিম হোসেন মঠবাড়িয়া পৌরশহরেরর দক্ষিণ মিঠাখালী এলাকার অটোচালক ইয়াকুব আলী ফরাজির ছেলে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শেণীতে পড়ালেখা করছিলো।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই রুহুল আমিন বলেন, ১০০ টাকা নিয়ে কিছুদিন আগে অটোচালক তামিমের সাথে রিয়াজের ঝগড়া ও হাতাহাতি হয়। এর জের ধরে পরিকল্পিতভাবে গত বুধবার (৭ মে) অটোচালক তামিমকে নির্জন স্থানে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ডোবায় ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পরদিন এলাকাবাসী ডোবায় লাশ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহত তামিমের মা তাজেনুর বেগম বাদী হয়ে মঠবাড়িয়া থানায় অজ্ঞাত আসামি দিয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে হত্যাকারীদের সনাক্ত করে গ্রেফতার করে।
তদন্ত কর্মকর্তা আরও বলেন, তামিমকে হত্যা করে আসামিরা অটোরিকশা ছিনতাই করে ৩০ হাজার টাকায় বিক্রি করে ভাগভাটোয়ারা করে নেয়।
মঠবাড়িয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আঃ হালিম তালুকদার জানান, তথ্যপ্রযুক্তির মাধ্যমে হত্যাকারীদের সনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। আদালতে আসামীরা জবানবন্দীতে হত্যার দায় স্বীকার করেছে। বাকী আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

- Advertisement -

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.