- Advertisement -
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, অজ্ঞাত পরিচয়ের ওই নারীর গলাকাটা অর্ধগলিত লাশ ময়নাতদন্তের জন্য উদ্ধার করা হয়েছে। লাশের পরিচয় শনাক্তের জন্য সিআইডির টিম ঘটনাস্থল থেকে ডিএনএ স্যাম্পল সংগ্রহ করেছে। এ ঘটনায় স্থানীয় গ্রাম পুলিশ কবির হোসেন বাদি হয়ে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।