বিশেষ প্রতিবেদকঃ পরিবেশের ছাড়পত্র বিহীন ও ভৈরব নদের পানি দূষণের অভিযোগে যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের স্ক্যান হসপিটাল এন্ড ডায়াগনেস্টিক সেন্টারের মালিক কাজী আনোয়ারুল হকের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে। সোমবার যশোর পরিবেশ অধিদফতরের রিসার্চ অফিসার সৌমেন মৈত্রী বাদী হয়ে এ মামলা করেছেন।
মামলার অভিযোগে জানা গেছে, যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে ভৈরব নদের উত্তর পাড়ে স্ক্যান হসপিটাল এন্ড ডায়াগোনেস্টিক সেন্টার অবস্থিত।
জানা যায়, ২০১৬ সালের ৩০ জুলাই হসপিটালের কার্যক্রম শুরু হয়। এ হসপিটাল পরিচালনার জন্য পরিবেশের কোন ছাড়পত্র গ্রহণ করেনি। এ হসপিটালের যাবতীয় বর্জ্য কোন প্রকার ট্রিটমেন্ট ছাড়ায় পৌরসভার ড্রেন দিয়ে ভৈরব নদে ফেলে। এ কার্যক্রম বন্ধের জন্য পরিবেশ অধিদফতর থেকে নোটিশ দেয় হসপিটাল কর্তৃপক্ষকে। হসপিটাল কর্তৃপক্ষ নোটিশের জবাব না দেয়ায় তিনি থানা এ মামলা করেছেন।