আন্তর্জাতিক ডেস্ক/- অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্তিযান কার্য হামলাকে বিদ্বেষপূর্ণ সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করে পুলিশ জানিয়েছেন,অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ছয় স্থানে এলোপাতাড়ি গোলাগুলির ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে নিশ্চিত করেছে । রাইফেল নিয়ে একদল হামলাকারী ওই হামলা চালিয়েছে।হামলার পর এক বন্দুকধারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। খবর বিবিসির।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলার সঙ্গে সম্পৃক্ত কমপক্ষে আরও একজন হামলাকারীকে খুঁজছে পুলিশ। রাজধানী ভিয়েনার কেন্দ্রীয় সিনাগগের কাছে ওই হামলার ঘটনা ঘটেছে।
তবে এটা এখনও নিশ্চিত নয় যে ওই সিনাগগকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে কিনা। মেয়র মাইকেল লুডিগ বলেন, গোলাগুলির সময় ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। অপরদিকে, আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও এক নারীর মৃত্যু হয়েছে।
গোলাগুলির ঘটনায় ১৪ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে ৬ জনের অবস্থা বেশ আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।
এদিকে, ভিয়েনায় গোলাগুলির ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ইউরোপীয় নেতারা। এই ভয়াবহ হামলায় গভীর শোক প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হামলার ঘটনায় এক পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন। অস্ট্রিয়া নতুন করে দেশজুড়ে কড়াকড়ি আরোপ করার কয়েক ঘণ্টা আগেই এই হামলার ঘটনা ঘটেছে।
চলতি মাসের শেষ পর্যন্ত এই কড়াকড়ি জারি থাকবে বলে জানানো হয়েছে। কড়াকড়ির আওতায় সব ধরনের বার এবং রেস্টুরেন্ট বন্ধ রাখা হবে।