খেলাধুলা ডেস্ক নির্ধারিত সময়ে টসের পর খেলাও শুরু হয়েছে নির্ধারিত সময়ে। তবে ২৪ ওভারের বেশি খেলা চালিয়ে যাওয়া সম্ভব হলো না। কারণ ২৫তম ওভারের প্রথম বলের পরই বৃষ্টি হানা দিয়েছে। ফলে খেলা বন্ধ রাখতে বাধ্য হয়েছেন আম্পায়াররা। খেলা বন্ধ হওয়ার আগে ২৪.১ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৭ রান তোলে ভারত। কোহলি ৮ ও রাহুল অপরাজিত আছেন ১৭ রানে। এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে আজ প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ভারতের বিপক্ষে আগে ফিল্ডিং নিয়েছে পাকিস্তান। যদিও ভারত আগে ব্যাটিংই করতে চেয়েছিল বলে জানিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে পাকিস্তান। সেই ম্যাচের একাদশ নিয়ে আজ ভারতের বিপক্ষে নামছে তারা। অন্যদিকে ভারতীয় শিবিরে পরিবর্তন এসেছে দুটি। শ্রেয়াস আইয়ারের জায়গায় লোকেশ রাহুল ও মোহাম্মদ শামির পরিবর্তে দলে ঢুকেছেন জাসপ্রিত বুমরাহ।