ষ্টাফ রিপোর্টার : গোপালগঞ্জ থেকে সিলেটে এসে অবৈধভাবে ভারত যাওয়ার চেষ্টা করার সময় দুই ব্যক্তি সীমান্তে বিজিবির হাতে আটক হয়েছেন।
মো. মশিউর রহমান (৩৪) ও মো. লিয়াকত শেখ (৩৫) শুক্রবার দুপুর ২টার দিকে কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকায় বিজিবির টহলদল দ্বারা ধরা পড়েন। তাদের কাছ থেকে ১০ হাজার ২০০ ভারতীয় রুপি, ১৬ হাজার বাংলাদেশি টাকা, দুইটি মোবাইল সেট, চারটি ভারতীয় সিমকার্ড, দুইটি মেমরি কার্ড, ও দুটি ভারতীয় আদার কার্ড জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, মশিউর ও লিয়াকত সীমান্ত পার হয়ে ভারত যাওয়ার পরিকল্পনা করছিলেন। তারা পালানোর চেষ্টা করলে বিজিবির টহলদল তাদের আটক করে। জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা দীর্ঘ কয়েক বছর ধরে হকারি ব্যবসার জন্য ভারত যেতেন।
অতিরিক্ত পুলিশের কর্মকর্তা ওসি জাহাঙ্গীর হোসেন সরদার জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে এবং তাদের কানাইঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।