আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিহার রাজ্যে একজন রেলকর্মীর কামড়ে সাপের মৃত্যুর ঘটনা ঘটেছে। ৩৫ বছর বয়সী সন্তোষ লোহার নামের এই রেলকর্মী মঙ্গলবার রাতে খাবার খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। তখন হঠাৎ করে তাকে একটি সাপ কামড় দেয়। সাপের কামড় খেয়ে দিশেহারা হয়ে সাপটিকেই দুবার কামড়ে দেন সন্তোষ।
স্থানীয় সংবাদমাধ্যমকে সন্তোষ জানান, সাপের কামড় খেয়ে হঠাৎ একটি প্রচলিত লোককাহিনীর কথা তার মনে পড়ে, যেখানে বলা হয়, সাপকে পাল্টা কামড় দিয়ে বিষের প্রভাব নষ্ট করা সম্ভব। সেই কাহিনী মনে করেই তিনি সাপটিকে কামড়ে দেন। এরপর সহকর্মীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকদের তাৎক্ষণিক চিকিৎসায় সন্তোষ দ্রুতই সুস্থ হয়ে ওঠেন। তবে সাপটি মারা যায়।
এই অদ্ভুত এবং বিরল ঘটনা ভারতের ইন্ডিয়া টাইমস সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।