ক্রীড়া প্রতিবেদকঃ ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ।
- Advertisement -
দীর্ঘ ১৪ মাস পর টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন মিরাজ। সবশেষ গত বছরের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে সিলেট খেলেছিলেন ২৬ বছর বয়সী অলরাউন্ডার।
আবারো সুযোগ পাওয়ায় টেস্ট ক্রিকেটের ছন্দটা এবার সংক্ষিপ্ত সংস্করণে দেখানোর পালা তার। অলরাউন্ডাররে সঙ্গে দলে ফিরেছেন ওপেনার পারভেজ হোসেন ইমন ও বাঁহাতি স্পিনার রাকিবুল ইসলাম।