ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

0

ফরিদপুর প্রতিনিধি ভাঙ্গায় বাসের ধাক্কায় পথচারী বৃদ্ধ রোকন শেখ (৭১) এর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার বেলা সোয়া ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায়। ভাঙ্গা হাইওয়ে পুৃলিশ বাসটিকে আটক করেছে। নিহত বৃদ্ধ রোকন শেখ মুনসুরাবাদ গ্রামের মৃত আঃ খালেক শেখের পুত্র।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ মোঃ খায়রুল আনাম জানান, বৃদ্ধ রোকন শেখ মুনসুরাবাদ বাজার থেকে বাড়ি ফেরার জন্য মহাসড়ক পার হচ্ছিল। এ সময় যশোর থেকে বরিশালগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাসটিকে আটক করা হয়েছে। চালকসহ বাসের হেলপার পালিয়ে গিয়েছে।

Leave A Reply

Your email address will not be published.