নিজস্ব প্রতিবেদকঃ শেখ রেহানার আশীর্বাদ পুষ্ট গান বাংলা টিভির অবৈধ মালিক তাপস গ্রেফতার হলেও শেখ সেলিমের ঘনিষ্ঠ বান্ধবী চলচ্চিত্র নায়িকা নিপুনের বিরুদ্ধে শেখ সেলিমের গচ্ছিত বিপুল পরিমান টাকা বিদেশে পাচার করার তথ্য আছে গোয়েন্দাদের হাতে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, শেখ রেহানার আর্শিবাদে গানবাংলা টিভি চ্যানেল দখল করে চেয়ারম্যান বনে যাওয়া কৌশিক হোসেন তাপস গত ৫ আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন সংগ্রামের ফলে সাবেক আওয়ামী ফ্যাসিবাদী সরকার পতনের পর বিদেশে চলে গিয়েছেন বলে মিথ্যা খবর রটিয়েছিলেন। কিন্তু শেষপর্যন্ত গতকাল ৫ নভেম্বর, উত্তরা থেকে গ্রেফতার হয়েছেন আওয়ামী ফ্যাসিবাদের এই দোসর।
এবার গ্রেফতার হওয়ার অপেক্ষায় চিত্রনায়িকা নিপুণ। শেখ সেলিমের সঙ্গে ঘনিষ্টতা, যোগাযোগ ও বিপুল অর্থ পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এর আগে সংবাদমাধ্যমে তিনি লন্ডন আছেন বলে মিথ্যাচার করেছেন।
এয়ারপোর্ট ইমিগ্রেশন বলছে, নিপুণ সর্বশেষ গত ৪ জুলাই আবুধাবি গিয়েছিলেন। সেখান থেকে অন্য কোনো দেশ হয়ে গিয়েছেন লন্ডন। আর লন্ডন থেকে সরাসরি ঢাকা ফিরেছেন গত ২০ জুলাই। এরপর তার বিদেশে আসা যাওয়ার কোনো তথ্য নেই ডাটাবেজে। অর্থাৎ তিনি বর্তমানে দেশেই অবস্থান করছেন।
নিপুণের বোন লন্ডন থেকে দেশে আসছেন। সূত্র বলছে, বোনের মাধ্যমে তার কাছে শেখ সেলিমের গচ্ছিত বিপুল পরিমান টাকা বিদেশে পাচার করার তথ্য আছে গোয়েন্দাদের হাতে।