কুমিল্লা প্রতিনিধি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের তুলাতুলি গ্রামে আবুল কাশেম মোল্লা (৭৫) নামের এক বৃদ্ধকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় মেয়ে জেসমিন আক্তার ও জামাতা পেয়ার আহম্মেদকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়। গতকাল বুধবার সন্ধ্যায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ব্যাপারে নিহতের ছেলে শাহীন আলম বাদী হয়ে বোন ও ভগ্নিপতির বিরুদ্ধে নাঙ্গলকোট থানায় হত্যা মামলা দায়ের করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার তুলাতুলি গ্রামের মৃত ইব্রাহিমের পুত্র আবুল কাশেম মোল্লা ছয় কন্যা ও এক পুত্রসন্তানের জনক। পুত্র শাহীন আলম দীর্ঘদিন ধরে চট্টগ্রামে পরিবার নিয়ে বসবাস করে আসছেন, মা-বাবার সাথে তার তেমন কোনো যোগাযোগ নেই। নিহত আবুল কাশেম মোল্লার বাড়িতে আধাপাকা একটি ঘর নির্মাণের কাজ শুরু করে অর্থসংকটে পড়ে শেষ করতে না পারায় তার মেয়ে ফরিদা আক্তারের নিকট বসতবাড়ির দুই শতক জমি বিক্রি করেন। বুধবার বিকেলে নাঙ্গলকোট সাবরেজিস্ট্রি অফিসে জমির দলিল করে দিয়ে বাড়িতে গেলে কেন জমি বিক্রি করেছেন এই ক্ষোভে আরেক মেয়ে জেসমিন আক্তার তার পিতা আবুল কাশেম মোল্লাকে এলোপাতাড়ি কুড়াল দিয়ে কুপিয়ে জখম করেন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশেম মোল্লাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।এ ঘটনায় বুধবার রাতেই পুলিশ নিহতের মেয়ে জেসমিন আক্তার, তার স্বামী পেয়ার আহম্মেদ, বড় মেয়ে রিনা আক্তার ও নিহতের স্ত্রী ফিরোজা বেগমকে আটক করে থানায় নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ঘটনার সম্পৃক্ততা না পাওয়ায় বড় মেয়ে রিনা ও তার মা ফিরোজা বেগমকে ছেড়ে দেওয়া হয়।নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মেয়ে জেসমিন আক্তার ও তার স্বামী পেয়ার আহম্মেদকে আটক করে আদালতে প্রেরণ করা হয়।